ফিরবো আবার : রানা হেনা

রানা হেনা
ফিরবো আবার

কোন একদিন ফিরে এসে দেখবো অনেক কিছুই বদলে গেছে ।
 হয়তো বা সবটাই বদলে গেছে ।
এই ঘাট , এই মাঠ হয়তো আর থাকবে না ।
 হয়তোবা এখানেই দাম্ভিকের মত দাড়িয়ে থাকবে কোন মস্ত শপিংমল ।
 হয়তো সেদিন আর কেউ ডাকবে না শঙ্খমালাকে  ।
হয়তো জীবনানন্দ আর লিখবে না 'বনলতা'কে নিয়ে ।
হয়তো 'আসমানিদের' দেখাও মিলবে না আর কখনো ।
হয়তোবা কেউ আর বলবে না 'মোদের গরব মোদের আশা' ।
হয়তো সেদিন কেউ রবীন্দ্রনাথকেই চিনবে না ।
তবু সেদিন আমি ফিরবো তোমার কাছে ।
খুঁজবো তোমার নাম ।
খুঁজবো তোমার অস্তিত্ব ।
জানি সেদিন তোমার কোন অস্তিত্বই থাকবে না ।
হয়তো তুমি তখন থাকবে ঠাকুমাদের মুখে মুখে রূপকথা হয়ে ।
নয়তো থাকবে জাদুঘরের তাঁকের উপরে ।
ওটাই তো তোমার স্থান ।
কারন তুমি কলঙ্কপ্রসবিনী।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.