![]() |
শৌভিক রায় |
খোলা চুল উড়িয়েছ হেলায়
যেন মধ্যযাম
যদিও বা দিগন্তে দাঁড়ালে
দ্যাখো তোমায় ছুঁয়েই রয়েছি...
ভ্রান্ত স্বপ্ন
মধুময় লেগে থাকে চোখে,
তাকিয়ে দ্যাখো
আগুনে সেঁকছি আমার যাবতীয়
হাত বাড়াও
অনন্তকে স্পর্শ করি....
অন্য রাত
ডিসইনফ্যাক্টান্টের গন্ধে
মো মো বাতাস
বসন্ত আসে তবু কখনো
থমকে থাকা জানালায়
ঘষা কাঁচে বিষণ্ন মুখ,
ঘোর, বিষণ্নতা,
ঝুলতে থাকা প্রতীক্ষা
হসপিটালে রাত নামে...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন