জন্মভুমি ভারতবর্ষ : কর্ণধর মন্ডল

কর্ণধর মন্ডল
জন্মভুমি ভারতবর্ষ

ভারতবর্ষ জন্মভুমি-মাতৃভুমি-গরিয়সী স্বপ্নে সাজানো সুখের দেশ!
তোমায় সাজাবো হৃদ-কুসুমে,রুপ-মহিমার হবেনা শেষ।।

ভারতবর্ষ পুণ্য'দায়িনী-তরঙ্গিনী-বীর'প্রসবিনী,
নেই ভাবনা-চিন্তা গর্বে মোদের নেইকো শেষ!
দীপ্ত'চোখে,বজ্রবেগে অস্ত্র উঠাবো হৃদয়ে রবেনা ভয়ের লেশ।।

ভারতবর্ষ মহীয়সী,পুণ্যক্ষেত্র সপ্ত-ঋষির,
ধর্ম সাধনের তুমি শ্রেষ্ঠ মহান তীর্থ ভুমি।
তোমার বক্ষে নিয়ে জন্ম হলাম ধন্য তুমি সুখের বাসভুমি!!

ভারতবর্ষ শান্তি-দায়িনী-প্রবাহিনী,
মম হৃদয়-হারিনী,ভুবন মোহিনী স্বর্গ-সুখ!
ঞ্জান-দায়িনী-স্রোতস্বিনী সপ্তসিন্ধু বিরাজমান শত্রুনাশিণী বিশ্বরুপ।।

ভারতবর্ষ সংস্থিতা তুমিই মোদের ত্রাতা,
সুখ সাধনের রক্ষাকারী তুমিই ভাগ্য-বিধাতা।
পিতৃ-মাতৃ রুপে জন্মদ্ধাত্রী অমৃত লাভের স্বর্গ তুমিই ''ভারতমাতা''!!
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.