![]() |
মীনাক্ষী মুখোপাধ্যায় |
আত্মশুদ্ধি
আত্মনিষ্পেষণ শিখে নিতে চেয়েছিলাম -
বৈষ্ণববাদ , সহজিয়া তত্ত্বের আত্মমর্মতায়
একতারায় বাজিয়েছিলে বোষ্টমীসুর
ঘাড়ে ,স্তনবৃন্তে , নাভিতে ,যোনিতে অবশ করা প্রত্নসন্ধানী খনন ‘ হা ‘...
জলৌকার রক্ত সেচনে একদুপুর প্রেমে নিজেকে দেখি -
জেনেছি পথ ও পথিকের মধ্যে কোন ত্রিকোণমিতি নেই
বালিশসোঁদা গন্ধে অন্যবসন্ত জাহাজসন্ধানী হাঙরের
তবু লেখা না পড়া চশমাতে তুমি বেশ আগুন প্রেমিক
দূরত্বের দহনে বিষপিঙ্গল ছড়ানো শরীর
তারই নির্লিপ্ত তাপ থেকে উন্মুক্ত হোক এক সূর্য
অক্ষাংশ ও দ্রাঘিমাংশের গণিত ভুল হয়ে নতুন সূত্র আসুক
হ্যাঁ!সেই দিন ... বোবা বাতাসের পায়ে পা রেখে ভিজে নেব বসন্ত মৌতাত
ফানুস উড়িয়ে ভূ কে সাজাবো ভাগ শূন্য ভাগফলে
শিখে নিতে দাও নি যে আত্মার মর্মকথা
আত্মস্থ করাবো গাইনোকোলজিক্যাল তন্ত্র তন্ত্রে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন