মিলনের প্রতীক্ষায় : প্রিয়াঙ্কা অধিকারী

প্রিয়াঙ্কা অধিকারী
মিলনের প্রতীক্ষায়
                 
    ব্রেকফাস্ট রেডি.. খেতে এস | সকাল থেকে কি করছো ? কাল মহাষষ্ঠী ,অফিস ছুটি | আজ তো ঠিক সময় যাবে?

   গল্প লিখছি , লেখাটা শেষ করি |
 
   তা গল্প লিখে কি হবে শুনি... গল্পকার? করতে তো হবে  সেই একঘেয়ে কেরানীর চাকরিটাই | সেই জীবন, চলতি পথে কোনো রকমারি নেই..নেই বাহারি পোশাক, অদল-বদল রাস্তা আর সাজসজ্জায় ভরপুর !
    
       কি হবে এত সাজসজ্জা, এত সৌন্দর্য আর বাহ্যিকথা ব্যালকনি থেকে ঝাঁপিয়ে পড়া সন্ধ্যা আর আবেগ |
 
    রাস্তার মোড়ে মোড়ে লুটোপুটি হাস্যরত ছেলেমেয়ের দল |পুজো প্যান্ডেলের রকমারি মিষ্টি | হু হু হু ...নেহাৎ মা দূর্গা কিছুই খান না | নইলে বাতাসা বা চিনির দেখা মেলাই ভার | সেই টাকায় চকমকে কানের দুল নইলে জড়ি বসানো ঝলমলে শাড়ি |
    
 গলির মোড়ে মোড়ে বস্তিতে ধুঁকছে কত শিশু | আদুল গাঁ ধুলো মাখা | শুধু একরাশ আনন্দ পুজো আসছে | নেই কোনো বিষাদ, বিষন্নতা নেই চোখে | সারাদিন টো টো করে ঘুরছে | তাদের কি ক্লান্তি নেই ? আছে তবে তা বিষন্নতার নয় আনন্দের | যে আনন্দ পাওয়া না পাওয়ার ওপর গড়ে ওঠে না | সে আনন্দ মিলনের প্রতীক্ষার.. ..
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.