![]() |
পাপড়ি গুহ নিয়োগী |
আমি
আদিম। বনজ
আমি তো নিঝুম
পাহাড়ি মেয়ে
বাঘছাল গন্ধের
জল ভাঙছি পাথরের
ব্রেকআপ
তুমি, আমি
আমরা হচ্ছি না
সম্পর্কে জল দাও
ব্যক্তিগত জল
পাশের বাড়ির পিসি
বিয়ে না করেই কী সুন্দর
পাতাবাহার গাছের মতো জীবন কাটিয়ে দিল
ঠাকুমা একদিন বলে,
তোর পিসির রান্নাঘরে কত বার জল ঢুকেছে
সে সব কথা আমি জানি
আসলে কিছু ব্যক্তিগত জল সবারই থাকে
বাঘছাল
দীর্ঘ একা শুয়ে আছি, সময়
বিছানায়, বিবাহ
সবুজ স্তনের গান...পৃথিবী
নক্ষত্র উদাস বুকে শুয়ে আছি
পাখি আসে ইস্পাতের ঝিলে
মাখে আলো, মাখছে জোনাকির ফুল
গন্ধের কস্তুরী...আমি আজ নিরাভরণ
উড়িয়ে দিলাম বাঘছাল শকুন্তলার
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন