![]() |
সুবীর সরকার |
একটা হেরে যাওয়া যুদ্ধ জেতার পর
হারিয়ে যাওয়া চুলের ফিতে খুঁজে পাবার
পর
দু'পাক নেচে নিয়ে আমি বৃষ্টির ভেতর ঢুকে
পড়ি
এখন আর চোখ মুছি না
সারি সারি সাজোয়া বাহিনী যুদ্ধের দিকে
যায়
আমার হাহাকার মিশে থাকে মরা বিকেলের
আলোয়
পাপী ও পাগলের মৃতদেহের পাশে কতবার ছুটে
গেছি
ভুল মানুষের জন্য নির্মিত হয়েছে এই
আস্তাবল
মই ভেঙে যাবার পর কুর্ণিশগুলি ফিরে আসতে
থাকে
আমার চোখের জল লবনহীন
বহু বছর আগে আমার ইন্টারভিউ নিতে
এসেছিল জোনাকিরা
আমি যৌথ স্বপ্নের কথা বলেছিলাম
আমি হাঁসের পিঠে হসন্ত বসিয়ে দিয়েছিলাম
আমি এপিটাফ লিখতে গিয়ে গ্লানি লিখে
ফেলেছিলাম
জীবনের শ্রেষ্ঠ শব্দের নাম বন্ধুত্ব
জীবনের সেরা প্রাপ্তির নাম সম্পর্ক
জীবনের দীর্ঘতম বৃক্ষের নাম বিশ্বাস
আমি অন্ধ হতে হতে পাখির গায়ের রং ভুলে
গিয়েছিলাম
একটা তুলকালাম জীবনের কাছে তীব্র ফিরে
এলাম
এখন গুহা,ঘাম ও ঘুম পাশাপাশী সাজিয়ে
রাখি
বরফে ভেজানো রুমাল দিয়ে মুছতে থাকি
অন্ধকার
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন