রুদ্রসাগর কুন্ডু |
বড় চেনা সেই মুখ, চোখ চিবুক
তারপর কিছুটা সময়
সম্বিত ফিরে পেলে দেখি, দুর্জয়
চোখ দুটো এখনও ঠিক
অবিকল তোমাকে চেনা মনে হয়
পেরিয়ে এলাম যে পথগুলো
ধুলোয় মলিন জীর্ণ শরীর জুড়ে
এতগুলো বছরের দাগ আছে কি
জীবনের দিক, না চেনা নাবিক
পেছনে ফিরে তাকাতে ভয়
সাবেকি দিনগুলোর যৌবন দ্যুতি
তরুণী-তন্ময় সরু হাতগুলো
আরও রুগ্ণ আরও অক্ষম
আরও কিছু ক্ষোভ-বিক্ষোভ নিয়ে
সুপ্ত আরও কিছু সংশয়
এক যুগ পেরিয়ে এসেছি আমরা
অবিকল গড়েছি সংসার
অন্য কারো বুকে মুখ ঢেকে রেখে
চেনা চেনা কতগুলো কথা
চেনা পথ ধরে কত অভিনয়
কোন সুখ চেয়ে বিচ্ছেদে পা
কোন সুখ চেয়ে ভেঙেছিলে ঘর
পেলে তার বলে দিও রং
জীবনের কোন সে আড়ং
পৃথিবীর কোন সুখ নশ্বর নয় ...
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন