![]() |
বিপ্লব গোস্বামী |
যার দর্শন অভিলাশে
শক্ষ লোকের দল
অজাত শত্রু তুমি
অমরর অটল।
আজ আর নেই তুমি
আছে তব স্মৃতি
তোমার প্রয়াণে করি
বন্দনা গীতি।
কি সুধা বিলিয়েছ
হে মহা কবি
কণ্ঠে কণ্ঠে আজো গায়
তব ভক্ত সবই।
ধন্য গোয়ালিয়ার,ধন্য বেতেশ্বর
যার মিত্তিকায় জন্মে
মোদের ঈশ্বর।
লোকপ্রিয় প্রধান মন্ত্রী
শ্রেষ্ট জন নায়ক
তোমার অমর দান
সর্বশিক্ষ,গ্ৰাম সড়ক।
তুমি অমর, তব দান অক্ষয়
তোমার অমর কির্তি
কাগী'ল বিজয়।
আমরা ভুলবেনা তব অবদান
তোমার বিদায় জানায় শত শত প্রণাম।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন