নতুন বছরের বক্তব্য 🌱
( New year's speech )
-------------------------------
ঋদেনদিক মিত্রো
বোম ফাটিয়ে নতুন বছর !
মানে তো হিংসা,
গাছ লাগিয়ে নতুন বছর
পালন হউক তা !
গাছ আমাদের জন্ম দিয়ে
দিয়েছে সব গুণ,
গাছকে ভালোবাসবো যত,
ততই হই নতুন !
গাছকে ভালোবাসলে তুমি
বোমে হবে ঘৃণা,
গাছের প্ৰিয় --- নীরবতা,
এটাই সত্য কিনা !
শব্দ দূষণ, কিংবা যত
রকম দূষণ আছে,
সেগুলিকে মানো যদি ---
কষ্ট দিলে গাছে !
নতুন বছর এলেই তুমি --
নতুনকে জাগাও,
বেশী না হোক, আপাতত---
একটি গাছ লাগাও!
-------------------------------------
( 07:37 সকাল 14 জানুয়ারি 2021, Ridendick Mitro )
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন