উৎসর্গ কবিতাকে
নানজীবা বিশ্বাস শ্রেয়া
কবিতা, তোমায় যত্রতত্র সব লোকেরা বোঝে না,
সস্তায় মাছি নাক ডোবালেও,অমূল্য ধন খোঁজেনা!
তারচেয়ে বরং নিরেট থাকো, এই তো যেমন আছো!
লুকোচুরি খেলার ছলে, কবির কল্পে বাঁচো।
তোমাতে আমার জীবন মরণ, কিংবা মধ্যকাল,
ছন্দ রঙে আবেগ রাঙাই নিত্য সাঁঝ- সকাল !
তুমি আছো তাই, ক্ষণকালে পাই অমরত্বের রেশ;
অনুভূতি মালা উপচে এলে তোমাতে বাঁধছি বেশ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন