![]() |
বিনন্দ বর্মন |
তোমার আকাশের একটু পরিসরে
বাঁচতে চেয়েছিলাম
ভাসতে চেয়েছিলাম ।
এখানে মৃত্যুর রং নীল তবুও!
ঘৃণাভরা চোখে কাজল আঁকলে
ছোট ছোট জলবিন্দু বাষ্প হলো
হয়তো সেই জলবিন্দুর সাথে আমিও উড়লাম!
বিস্তৃত দিগন্তে মৃত
নক্ষত্রের মতো
নিজেকে খালি চোখে দেখতে পারিনা
অবুজ মন তবুও খোঁজে অস্তিত্ব ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন