তবু জেগে থাকি
সুচরিতা
হয়তো নেই কোন ফাঁক
হয়তো শুধুই মনের ভুল
হয়তো সময়টা এলোমেলো
হয়তো পরিযায়ীদের ঝাঁক।
হয়তো তোমার উঠোন জুড়ে
হেমন্তের আনাগোনা।
হয়তো মিটিয়ে দিতে চাও
যত পাওনাদেনা।
হয়তো উদাসীন হাওয়া
বলে যাবে দখিন জানলায় -
"নিঝুম রাতে একলা জাগো কেন?
অমানিশির বুক চিরে চাঁদ
হয়তো উঠবে না কোনদিনও।"
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন