![]() |
ইতিকথা : পিনাকী চৌধুরী |
ইতিকথা : পিনাকী চৌধুরী
আমার প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন হট গার্লফ্রেন্ড নেই কেনো ? অথবা শহরের অভিজাত এলাকায় আমার একটি প্রাসাদোপম ফ্ল্যাট নেই কেনো ? অথবা নিদেনপক্ষে আমার একটি চার চাকার গাড়ি নেই কেনো ? কিন্তু অপরের তো রয়েছে ! হ্যাঁ, সম্ভবত এটাকেই আমরা ' ভাগ্য' নামে অভিহিত করে থাকি ! ওই যে বলেনা " কপালের অপর নাম গোপাল "! হ্যাঁ, ভাগ্য কখন কাকে কোন পরিস্থিতিতে নিয়ে যাবে, তার বলা অত্যন্ত দুরূহ কাজ ! মনে পড়ে যায় , একবার আমাদের কৈশোর কালে বিদ্যালয়ের সংস্কৃত ভাষার পরীক্ষায় দেবনাগরী হরফে বাবার নাম লিখতে বলেছিলেন পরীক্ষক ! আর আমি তখন খুব একটা ভালো পড়াশোনা করতামনা ! কিন্তু বুদ্ধিটা বেশ ছিল আমার ! আমার পদবী চৌধুরী, কিন্তু অক্লেশে আমি বাবার নাম লিখেছিলাম রাম দাস ! কারণ - সহজভাবে ওটাই আমি লিখতে সক্ষম ছিলাম ! আর ওই প্রশ্নের পূর্ণমান ২ এ ২ পেয়েছিলাম ! সর্বনাশের সেই শুরু ! বয়স আরও একটু বাড়তেই আমার ইকোনমিক্স বইয়ের ফাঁক দিয়ে উঁকি মারলো তখন মাধুরী দীক্ষিতের ছবি! মনে মনে তখন সেই বিখ্যাত অভিনেত্রীকেই সঙ্গোপনে আমার প্রেমিকা ভেবে বসলাম ! সে কি আনন্দ আমার ! কলেজের প্রথাগত পাঠ শেষ করেই হঠাৎ আমার সাধ জাগলো লেখক বা সাংবাদিক হবো ! অনেক কষ্টে একজনের সোর্স মারফৎ কলকাতার একটি বিখ্যাত দৈনিকে ফ্রিল্যান্সার হিসেবে সুযোগ পেলাম ! তারপর সেই সাংবাদিকতার সূত্রে সারা কলকাতাটাকে হাতের তালুর মতো চিনতে শিখলাম ! এবং অবশ্যই একজন মানুষের মুখ আর মুখোশের পার্থক্যটাও যেন বেশ চিনলাম ! ব্যাস্ , চোখ খুলে গেল আমার ! আজও হয়তো আমি সেই অর্থে সুপ্রতিষ্ঠিত হইনি, কিন্তু পত্র পত্রিকায় নিয়মিত লেখালিখির সুবাদে এটুকু বুঝতে পারলাম যে, পাঠক আসলে কি চান ! তারপরও জীবনে কয়েকবার হোঁচট খেলাম , পড়ে গেলাম ! আশ্চর্যের বিষয় হলো, ঠিক ততবারই যেন কেউ না কেউ আমার হাতটা শক্ত করে ধরলেন ! বয়স আরও বাড়লো আমার ! ক্রমাগত আগুনে পুড়ে দগ্ধ হলাম ! বুঝলাম আমার অতীতের সেই কল্পনার আকাশ থেকে যেন আমি বাস্তবের রুক্ষ জমিতে পতিত হলাম ! কিন্তু না ! সবটা ফেলে দেবার জন্য নয় ! অতীতের সেইসব তিক্ত অভিজ্ঞতা থেকে এবং অবশ্যই আমার দৈনন্দিন জীবনের প্রতিটি আলাপচারিতা থেকে এখনও আমি আমার এই শেষ যৌবনে এসে উপনীত হয়ে লেখার রসদ খুঁজে চলি ! হ্যাঁ, প্রাত্যহিক জীবনে আমার আবেগ অনুভূতি, প্রেম অপ্রেম, আনন্দ বিষাদ - এসব থেকেই আজও আমি সৃষ্টির নেশায় বুঁদ হয়ে থাকি !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন