ভুলে যাব : অজিত বাইরী
ভুলে যাব এই মৃত্যু-মিছিল;
ভুলে যাব হৃদয়ে উৎকীর্ণ শোক।
সোনালি ঝিনুক বোঝাই নৌকো
ভেসে যাবে তরল রুপোর নদীতে।
কিছুই নয় চিরস্মরণীয়, দুঃখ- শোক;
কার্নিশে ভিড় করবে বিকেলের মেঘ,
বৃষ্টির ছাট ধুয়ে দেবে জানলার শার্শি।
জোনাকিরা হাজির করবে গল্পের রাত;
খুলে বসবো একটি একটি স্মৃতির ঝাঁপি।
জীবন, আহা জীবনকে পরখ করবো
নতুন হাঁড়িতে নবান্নের গন্ধের মতো।
মৃত্যু সে-তো শুকনো ঝরা ফুল;
তাকে নিয়ে যাবে দূরের বাতাস।
দিনপঞ্জির পাতা হোক যতো ভারালো
জীবন চেনাবে মুক্তি ও আনন্দের স্বাদ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন