কবিতা, ভুত-জলসা
লিখেছেন, সুশান্ত পাড়ুই
পেত্নী পিসির মেয়ে এক খিলি পান খেয়ে
সারা পাড়া তুলল মাথায়
ঠুংরি খেয়াল গেয়ে ।
শ্যাওড়া গাছের ডালে নাচের তালে তালে
চটচটাচট চড় বসালো
নিজেই নিজের গালে।
মেছো ভুতের মামা বলল এ নাচ থামা
শ্যাওড়া গাছের ও ডাল থেকে
ঠ্যাং দুটো তুই নামা।
উঠলো এবার স্টেজে নিমডালে দাঁত মেজে
ন্যাড়ার ব্যাটা ল্যাংড়া-নুলো
ব্রেক ডান্সার সেজে।
দুম দুমাদুম দুম ভাঙলো সবার ঘুম
ভুতের পাড়া উঠল মেতে
নাচের দারুন ধুম।
স্কন্ধকাটা এসে বললে কেসে কেসে
মামদোবাজি করবি যদি
চড় লাগাবো টেঁসে।
ধেড়ে ভুতেদের গ্যাং খেয়ে চিৎপটাং
বললে এসে বিরতি নে
চিবো কাকের ঠ্যাং।
নিমগাছে তে ঠেস হুমদো টা বেশ বেশ
সভাপতির ভাষন শুনে
জলসা হলো শেষ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন