গান
সত্যেন্দ্রনাথ পাইন
ভুলে যাওয়া কতকিছু
বড় বেশি ব্যথা দেয় বুকে
ছুটে ছুটে চলে যাওয়া
রোজ রোজ চিঠি লেখা
কত রকম ছবি আঁকে।
মনে পড়ে সেই সে দিনের প্রীতি
মনে পড়ে পুরোনো গানের স্মৃতি
আজ দুজনায় চলে গেছি কোনো অজানার বাঁকে!!
সেদিনের সেই প্রেম মাখা দিন
কত যে মধুর ছিল
যে সুর আজও বুকে বাজে।
প্রেম প্রেম মুছে গেল
ভেসে গেল সেই রঙীন ভেলা
কেন গেল সেই সে
হাসি আর গানের মেলা
আজ এখন কী হবে ভেবে তারে
রাতের শেষে আকাশ চাঁদকে কি মনে রাখে!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন