সমাপ্তি চৌধুরীর আয়োজনে ডুয়ার্সের চা বাগানে
পালিত হল ‘‘কবি স্মরণ’’
আজ ২২ শে শ্রাবণ। ডুয়ার্সের একটি চা বাগানের বাংলোয় অনুষ্ঠিত হল কবিগুরুর প্রয়াণ দিবসের স্মরণ অনুষ্ঠান। প্রথমেই তাঁর প্রতিকৃতিতে চন্দন সজ্জা ও নিজের হাতে বানানো পুষ্পমাল্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করেন কবি সমাপ্তি চৌধুরী। এরপর একে একে প্রদীপ প্রজ্বলন, পুষ্পার্ঘ্য অর্পণ। তাঁর সৃষ্টির সাগর থেকে বিন্দু বিন্দু আহরণ করেই তাঁকে স্মরণ। প্রত্যেক বছর স্কুলে ছাত্রী দের সঙ্গে এই দিনটি পালিত হলেও, করোনা আবহে এবছর তা সম্ভব ছিল না দিদিমণির। তাই নিজের মত করে বাড়িতেই বিশ্বকবির বন্দনা করলেন। যে কয়েকটি পরিবার তাঁরাএকত্রে মিলেমিশে থাকেন সবসময়, তাঁরা মিলেই সন্ধ্যা বেলায় গান, গল্পে, কবিতায় গুরুদেব কে স্মরণ করলেন।
কবি সমাপ্তি চৌধুরী বলেন, ‘‘কবিগুরুর ভাষাতেই মনে মনে অনুভব করলাম " নয়ন সমুখে তুমি নাই/ নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাঁই।" ছোটরা কেউ রবীন্দ্রনাথের কবিতা, কেউ গীটারে রবীন্দ্রসঙ্গীত বাজিয়ে কবিগুরুকে স্মরণ, বড়রাও আবৃত্তি, গান, গল্পে স্মৃতিচারণ করলেন বিশ্বকবি রবীন্দ্রনাথকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন