অসাধরণ কবিতাটির শিরোনাম, ‘‘পাখা’’ লিখেছেন কবি- রূপা

অসাধরণ কবিতাটির শিরোনাম, ‘‘পাখা’’  লিখেছেন কবি- রূপা

পাখা

 রূপা

আমি গান গাইতে পারি,
বেঁচে থাকার গান;
আমি পাখা মেলতে পারি,
যত তির্যক হোক প্রাণ।

বসন্ত-বিলাপ সে তো নয়,
সে-তো নয় বসন্তের আবাহন--
হারি না, হারব না-র বুকে
আমার জীবন সন্তরণ।।
                     
              
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.