গগনে গগনে গর্জন
শ্রাবণের আকুল পাথারি বর্ষণ
ক্ষেতের চাষীর মুখে হাসি
কোথাও আবার কেউ বানভাসি
নদীগুলির এখন ভরা যৌবন
উথলে উঠছে দু- কূলের প্লাবন
সদ্য প্রস্ফুটিত কিশোর মনটি
নবীন মেঘে দেখে সজল ভ্রুকুটি
ভেজা জুতোয় ছলাৎ ছলাৎ
জল- কাদা মাখা ফুটবল মাঠ
কচুপাতায় ঢাকা স্কুল ব্যাগ
স্মৃতির পসরায় রঙিন শৈশবের হাট
কেটেছে দিন, মাস থেকে বছর
স্মৃতির পাতা ক্রমে হয়েছে ধূসর
রাশি রাশি চিন্তার পাহাড়
বর্ষা রানিরও আজ মুখ ভার
সময় ছাপিয়ে এসেছে অসময়
মাভৈঃ,মাভৈঃ আমরা করবো জয়।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন