ও চিত্তরঞ্জনে বিশেষ টাস্কফোর্স
কাজল মিত্র # রাজ্য সরকারের নির্দেশিকা সত্বেও নিয়ন্ত্রনে আসছে না বাজার। একদিকে লকডাউন। অন্যদিকে মরার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। আলুর দাম ৩০ টাকা ছুঁই ছুঁই। এর ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে মধ্যবিত্তদের। দামের আগুনে বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে। সরকারের নির্দেশিকা মেনে ২৫ টাকা কিলো দরে আলু পাওয়া যাচ্ছে না বাজারে। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নির্দেশে একটি টাস্কফোর্স, সালানপুর ব্লকের রুপনারায়ণপুর ও চিত্তরঞ্জন বাজারের বিভিন্ন পাইকারি ও খুচরো দোকানগুলোতে হানা দেয়। আলুর দাম নিয়ন্ত্রিত কি-না, আলুর কালোবাজারি যাতে না হয়, অহেতুক স্টক যাতে কেউ ধরে রাখতে না পারে, ইত্যাদি বিষয়ে নজরদারি বাড়ানোর জন্য অভিযান চালানো হয়। পাশাপাশি ওজনের যন্ত্রগুলি নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল, তৃও খতিয়ে দেখা হয়। পরিমাপ যন্ত্রগুলিকে পরীক্ষা করে দেখা হয়েছে, যদি কোথাও গরমিল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান কয়েকদিনের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রনে চলে আসবে। আজকে রুপনারায়ণপুর বাজারে সব্জী, মাছ, মাংস,আলু, পেয়াজ, চাল ও ডালের দামদর দেখেন। ওজনের কাটা, বাটখাড়াতে ব্যাপক গড়মিল পাওয়া যায় বলে জানান, পরিদর্শন করতে আসা আধিকারিকেরা। বেশ কিছু ওজনের বাটখাড়া জব্দ করা হয় !
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন