নারীর প্রতি
শ্রীমতি ডলি
গোপনচারিণী লহ তৃষিত হৃদয়
যে হৃদয়ে মাখামাখি ভোরের শিশির,
প্রস্ফুটিত শতদলে ছড়ানো আবির
আবেগের ঢেউ তোলে প্রেমের ছোঁয়ায়।
অব্যক্ত মনের কথা যেটুকু সংশয়
মুছে ফেলে পূর্ণ কর মনের ভাণ্ডার,
আঁকো রামধনু রঙে নবচেতনার
নব রূপে ভালোবাসা জানিও আমায়।
এ নহে কলঙ্ক তব প্রেম নিবেদন
প্রেমময় পৃথিবীতে প্রণয়ী মুকুরে
সদাভাসে প্রতিচ্ছবি নারীর-সম্মান।
অবগুণ্ঠন সরিয়ে নিজ অধিকারে
প্রতিষ্ঠিত কর তুমি কমল-আসন
দখিনাবাতাস আনো হৃদয়দুয়ারে।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন