![]() |
সিদ্ধার্থ সিংহ |
না হলে
সিদ্ধার্থ সিংহ
ভাগ্যিস এই মারণ-রোগ এসেছিল!
আগেই চশমায় ঢেকেছিলাম চোখ
সামনে লম্বা চুল রেখে যতটা পারতাম ঢাকতাম কপাল
এখন মাস্ক পরে নাক-মুখ পুরোটাই ঢাকি
ভাগ্যিস কোভিড নাইন্টিন এসেছিল
এইটা না এলে তো এ ভাবে মুখ ঢাকতে পারতাম না...
এখন এমন একটা কিছু এলে বাঁচি
যেটা এলে মেয়েদের না হোক
অন্তত পুরুষদের রাস্তায় বেরোতে হলেই
বোরখা পড়তে হবে।
আর তা হলেই আমি ঢাকতে পারব আমার গায়ের
এই কালো কুচকুচে রং
ভাগ্যিস এই মারণ-ব্যধি এসেছিল
না হলে দেখামাত্রই মেয়েদের খারিজ করে দেওয়া এই মুখ
আমি ঢাকতাম কোন অজুহাতে!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন