![]() |
তাপস কুমার বেরা |
জীবনের স্বপ্ন
তাপস কুমার বেরা
আপদ মস্তক
বিষাক্ত ছোবল
সাথে নিয়ে
অহরহ
নিত্য দিনের
হাসি কান্নার
জীবনালেখ্য
চলে পাঠ |
রিক্ত হাতে
জীবনের মাঝে
দন্ডায়মান |
অতীতে
বুনে চলা
ভাবী সময়ের
সোনালী
স্বপ্নগুলো
রাতের অন্ধকার
ছিঁড়ে
জাগ্রত
দিনের আলোয়
খান খান |
তবু
জীবনের
অবশিষ্ট
দিনগুলো
অলঙ্ঘনীয়
প্রাচীর তুলে
সুরক্ষিত
করার
স্বপ্ন দেখা
শুরু হোক |
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন