![]() |
সুদীপ সিনহা |
স্বপ্ন দুঃস্বপ্ন
সুদীপ সিনহা
স্বপ্ন দেখি সপ্ন কই
দুঃসাহসের সপ্ন সই।
দুঃখের মাঝে কোমর বেঁধে,
লড়ার আমার শক্তি কই।
এগিয়ে যাবার শক্তি নাই,
ভুখা পেটের খাবার চাই,
তাহার জন্য রেস্ত চাই,
বলো কেষ্ট কোথায় পাই।
কোথায় পাবো বাঁচার ঘর,
ওই আকাশে উঠছে ঝড়।
মেঘ ডাকছে ঘড়র ঘর,
কে বা আপন ,কে বা পর।
বেকারত্বে জীবন শেষ,
ভাবনা বলতে,শুধুই ক্লেশ,
জানিনা কৈ পথের শেষ,,
তাতেই বলছি,আছি বেশ
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন