![]() |
অশেষ কুমার দাস |
১৯৭০ সালে নবম শ্রেণীতে পড়া কালীন অশেষ বামপন্থী ছাত্রআন্দোলনের সাথে যুক্ত হন । সে সময় থেকে তিনি প্রবেশ করেন লেখার জগতে । নাট্য সমালোচনা ও কবিতা দিয়ে শুরু তাঁর লেখক জীবন । উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন মহাবিদ্যালয়ে, ইউ জি সি সেমিনারে অশেষ বহুবার বক্তৃতা দেন । ধীরে ধীরে সাংবাদিকতায় হাতে খড়ি । তাঁর সাথে চলতে থাকে তুমুল ছাত্র আন্দোলন ।
এরপর ১৯৮৬ সালে রাজনীতি থেকে বিদায় নিয়ে একটি বেসরকারি সংস্থার সাধারণ কর্মচারী এবং আংশিক সময়ের সাংবাদিক হিসেবে জীবন সংগ্রাম শুরু করেন । এই সময়ে নানান ধরণের সাহিত্য পত্রিকায় অশেষের লেখা গবেষণাধর্মী প্রবন্ধ প্রকাশ হতে থাকে , যা মূলত উত্তরবঙ্গ কেন্দ্রিক ।
২০০২ সালে বিশেষ কারণে চাকরি থেকে ভি আর এস নিতে বাধ্য হন অশেষ । ফলে শুরু হয় নতুন করে তাঁর জীবন সংগ্রাম । আসে রাজনৈতিক হুমকি । কিন্তু তিনি তার সিদ্ধান্তে অবিচল থেকে কলমকে অস্ত্র হিসেবে গ্রহণ করেন । প্রকাশিত হয় তাঁর দুটি গ্রন্থ । "বজ্রের দেশ দার্জিলিং" এবং "বিপন্ন উত্তরবঙ্গ" যা পাঠক মহলে আলোড়ন সৃষ্টি করে ।
উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতি সহ জল বাতাস তার সাঙ্ঘাতিক আগ্রহের বিষয় । এখনো তাঁর কলম চলমান ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন