ভেবে দেখো : রতন বসাক

 
 ভেবে দেখো : রতন বসাক
ভেবে দেখো : রতন বসাক 


চলছিল বেশ ভালোই আমার
হঠাৎ করে কি যে হলো !
সব হারালাম এক নিমেষে ।

কোন কিছু বোঝার আগেই
পরলাম আমি বদনামিতে,
এখন কি যে করি ?

ভেবে-ভেবে হচ্ছি দিশেহারা
মনের কষ্ট কারে বলি ?
দোষটা কি, ছিল আমার ?

আমার মতো সবাই করে
হয় না তাদের কোন দোষ ।
আমার বেলায় এমন কেন হলো !

বদনাম হলে একবার কোথাও
ভীষণ কঠিন সুনাম পেতে;
যতই করো কোন কিছু ।

কোথাও সুনামের সাথে চলতে হলে
দেখছি এখন সবাই করে,
পারিনি যেটা আমি ।

আমার মতো আমি থাকি
সত্যটাকে সোজা মনে বলে ফেলি,
এটাই আমার দোষ ।

কারো বদনাম করা খুবই সহজ
সুনাম পাওয়া ভীষণ দুর্লভ,
তাইতো একটু ভেবে দেখো ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.