![]() |
বসন্ত : বিমান পাত্র |
শিশু শুনি কহে হায়
কে যেন কহিছে,
কে এল কে এল রবে
বসন্ত এসেগেছে।
কোথা কই কে বসন্ত
কার দোরে দাঁড়িয়ে,
এত দাপাদাপি তার
কোথা আছে লুকায়ে?
কিশোর কহিল তারে
এখনি বুঝিবে—
আমাদেরও বুঝা দায়
কেন অন্তর দুলিছে?
পরশ কাহার পেয়ে
চঞ্চল হয়েছে মতি,
স্থির নেই কোনোখানে
মন ধায় কারো প্রতি।
যৌবন বিহ্বল অতি
বিস্ময় প্রাণ তার,
আছিলার আদিখ্যেতে
দিবা নিশি পিছু কার।
তর নাহি সহে প্রাণে
কার ছোঁয়া অন্তরে,
হৃদয় রাঙায় নব
বসন্তের বাহারে।
নিদ্রায় অনিদ্রায়
শুধু চায় কাহারে,
করে প্রাণ আনচান
চায় নিতে অন্তরে।
কত প্রেম নিবেদন
কত সাজে কত রূপে,
তবু হায় পুরে নাই
আকাঙ্ক্ষার অনুরূপে।
হয়ত সে মনে হয়
সব প্রেম হল কই?
প্রেম দেওয়া হলে বুঝি
প্রেম ফিরে আসতই।
প্রৌঢ়ের সংসার ভারে
বসন্তের কিবা কাজ,
তার ভার বহিবার
ভারাভার শুধু আজ।
বৃদ্ধের সজ্জায়
মৃত্যুর দিন গোনা,
বসন্ত হারিয়ে গেছে
আর কভু ফিরিবে না।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন