![]() |
দোলের দিন : গৌতম পাঠক |
এসেছে ফাগুন এসেছে,পলাশ বনে।
চল্ না সখি যাই গো,আমরা দু'জনে।।
আজ খেলব হোলি, মধুর বৃন্দাবনে।
সবারে রঙ মাখাব,যত সখি গণে।।
কুঞ্জবনের গাছে, কতো রঙের মেলা।
তাই তো দেখি ডালে,করছে পাখি খেলা।।
বৃন্দা দূতী,ও ললিতা যতো সহচরী।
দেখ্,কেমন হাতে নিয়েছে পিচকারি!!
ঐ না দূরে নাগর কানাই,আশেপাশে।
তমাল তলে দিব্যি বসে,মুচকি হাসে।।
চল্ না সখি, মাখাই তারে রঙ্গ করে।
সয় না আর প্রাণের জ্বালা,যাচ্ছি মরে।।
এমন দিনে, কেউ কি ছাড়ে রঙ খেলা!
দেখ্ লো চতুর্দিকে,কতো রঙের মেলা!!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন