![]() |
লাল ও ভালবাসা : শান্তময় গোস্বামী |
তুমি লাল ভালোবাসো ?
লাল জামা পরে ভালোবাসো চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে ?
চিনের লাল সব শুষে নিয়েছে করোনা
এখন সেখানে শুধুই নীলের শব বন্দনা
নীল-সাদা-সবুজের দুর্বোধ্য শাসনে মরিয়া আজ কালো
অজুত কিলোমিটারের টানে অন্ধকার পেটে নিয়ে হেঁটে চলো
আমরা করবো শাসন, শেষ করোনা বিন্দু শেষ হবে সেই অভিঘাতে
স্তব্ধ হবে মৃত্যুমিছিল, নীল বিষের ছোবল জমা রাখবে জাগ্রত বেহুলাতে
তুমি লাল ভালবেসেছিলে .........
প্রত্যেকদিন নতুন ভোরে জবাকুসুমকে রেখেছিলে অভিজ্ঞাত
রেখেছিলে লাল হোরির আবীরে, সিঁথির সিঁদুরে লাল ছিল সঞ্জাত
পরিত্যক্ত শব্দের খোলস ছেড়ে মুক্তি পাবে রক্তবিন্দু, ছলাৎছল
একটা একটা করে দিন খুলে আসে, করোনা ইন্ধনে বাড়ে মৃত্যুর হলাহল
শস্যবীজের কান্নারা শহর থেকে ক্ষেতমুখো হলে আজ অথবা কাল
নিমফুলের গাঢ় অভিমান হলুদ থেকে দেখো, আবার লালে লাল
এই সংক্রামক রাতের অসুখগুলো অন্ধকার কালোয় পুঁতে ফেলো
অজ্ঞান পৃথিবীর গুটিয়ে নেওয়া চাদরভাঁজে কালো কালো মেঘ ঘন হোল
আমি জানি তুমি নিজের অজান্তেই লাল ভালোবাসো ......
আমি চশমার কাচে নিজের প্রজন্মকে দেখি, দেখি প্রিয় সবকিছু
আগুয়ান লাল করতল, বিষাক্ত থাবা জমি মাপে স্কোয়ারফিট পিছু
শূন্যের নামতায় সম্ভাবনা আটকে থাকে চৌকাঠে, অবুঝ রক্তঠোঁটে
উড়তে থাকে পঙ্গপাল, কান্না আড়মোড়া ভাঙে হলুদ হেমন্তের মাঠে
লাল সব আমার ... নীল নিও তুমি, অনিবার্য বিঁধে থেকো ক্ষুধার্ত সাইরেনে
স্তব্ধ রিহ্যাবে মৌন থেকো আজ, বৃষ্টি নেমেছে রক্তকিন্নরের অভুক্ত অভিমানে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন