![]() |
দেশ : সন্দীপ কুমার ঝা |
যে মানুষ গুলো আজও আকাশের প্রান্তসীমা ধরে হাঁটছে
যাদেরকে তার রাষ্ট্র লাথি মেরে তাড়িয়েছে
যাকে সামনে থেকেও আর কেউ ডাকছে না
যে জানেনা,সে কোথায় যাচ্ছে,
যে ভুলে গেছে,কাকে ঘর বলে
সন্তানের অভুক্ত স্পর্শ মুঠোতে ধরে
স্ত্রীর চোখের অন্ধকারকে বুকে ঢেকে
যে মানুষ গুলো এখনো হাঁটছে, হেঁটেই যাচ্ছে
তার বুকে কি এখনও 'জন গন মন' বাজছে?
তার বুকের ডগায় কি আজও উড়ছে জাতীয় পতাকা?
কখনও দেখা হলে জিজ্ঞাসা করব
যদি কখনও দেখা হয়
যদি,কোনও একদিন এই পথের শেষে..
তারা শেষ খুঁজে পায়
সেদিন তাদের কাছেই জানতে চাইব-
আসলে দেশ কাকে বলে
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন