![]() |
ভয়ভীতি আর সংকটে পৃথিবীটা : কিরণ মাহমুদ মান্না |
থাকবো এবার বদ্ধ ঘরে দেখবো না আর জগতটাকে,
কেমন করে ঘুরছি আমরা যুগ যুগ ধরে ঘুর্ণিপাকে।
দেশ বিদেশ আপন করে থাকছি কতই মন আনন্দে,
সেই স্মৃতি আজ মনে হলে একলা ঘরে হৃদয় কাঁন্দে।
কিসের তরে এমন করে মরছে মানুষ লাখে লাখে,
মৃত্যুটা আজ করছি বরণ রাস্তা ঘাটের বাঁকে বাঁকে।
শহর বন্দর শূন্য বেজায় দিনমজুরের নাই কামাই
বাড়ি ওয়ালার বাড়ি ভাড়া এক পয়সাও ছাড় নাই।
বড় লোক যারা বেশি বেশি কিনছে সবই তড়িঘড়ি
গরীব কি আর এতো কিছু পারে কিনতে ভরতে ভুঁড়ি।
দেশটা জানি কেমন হলো এই দেখাটাও বাকি ছিল
চোখের সামনে মরলে পরেও ছুঁইতে মানা সময় এল।
কার জন্য আজ চিন্তা করি নিজেই এখন ইয়া নাফসি
চোখের কোণে অশ্রু সিক্ত মুখে নাইতো কারো হাসি।
যেই ঠোঁটে ছিল আশার বাণী সেই ঠোঁটে হতাশা আজ
ভয়ভীতি আর সংকটে আজ পৃথিবীটাকে করছে রাজ।
উপরওয়ালা হইছে নারাজ গোটা মানব জাতির উপরে
পাপের সম্রাজ্যে ডুব মারিয়া ইবাদত থেকে আছি দূরে।
কবে তাহার মর্জি হবে দিবেন রহমতের হাত বাড়িয়ে
সেই অপেক্ষায় মানবজাতি আছি হাত তুলে দাঁড়িয়ে।
২৫/০৩/২০২০ ইং
সিঙ্গাপুর থেকে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন