বিশ্বমহামারীর গৃহবন্দি কালে 'শিলিগুড়ি জংশন' পত্রিকার পক্ষে দুই তরুণ কবি, সুমন মল্লিক ও সুভান- এর সম্পাদনায় কোচবিহারের কবিদের নিয়ে ২৯ জুন ২০২০ প্রকাশিত হল বাংলা কবিতার ই-বুক সংকলনের প্রথম পর্ব। জেলাভিত্তিক এই কবিতা সংকলনে প্রবীণ- নবীন কবি মিলিয়ে তিরাশি জন লিখেছেন। উৎসর্গ করা হয়েছে কবি অরুণেশ ঘোষ,নিত্য মালাকার ও সুজিত অধিকারীকে।এভাবে প্রান্তিকতাকে গুরুত্ব দিয়ে তাঁরা এই বার্তাই দিলেন- সাহিত্য চর্চা স্থানিক মানদণ্ডে বিচার্য নয় । বহু নির্জন বিলাসী কবির সৃষ্টিও ইন্টারনেটের মাধ্যমে বিশ্বের সমস্ত বাংলাভাষার প্রান্তে পৌঁছে দিল এই উদ্যোগ। কোচবিহারের কবিদের নিয়ে এর আগেও 'উত্তরভূমিকা ' "তোর্সা পারের কবিতা গুচ্ছ" সার্বিক সংকলনের উদ্যোগ নিয়েছিলেন । ই-বুক সংকলন এই প্রথম প্রয়াস।
জেলার কবিগণ যদি আর একটু সদর্থক ভূমিকা নিতেন এবং আরেকটু ধীরেসুস্থে কাজটি করা হত, তাহলে হয়তো গৌতমকুমার ভাদুড়ি, রূপক সান্যাল , ভগীরথ দাস কিংবা অলোক সাহা-র মতো আরও অনেক কবি এই প্রয়াস থেকে বাদ যেতেন না। পত্রিকার প্রচ্ছদ এঁকেছেন শ্রীহরি দত্ত। প্রায় প্রতিটি কবিতাতেই সময়ের দাবী মেনে বিষাদের সুর প্রতিফলিত হলেও বেশ কিছু কবিতা কালোত্তীর্ণ।
পাঠ অনুভবে মাধবী দাস
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন