সপ্ন বাজার করে
ফিরতাম প্রতিপল
সে ছেলেবেলার গল্প
এলেবেলে সব।
রাঁচির হারমু নদীটা
খুব মনে পড়ে
এক বর্ষা দুপুরে
পাথরে বসে
এক্কে বারে ভিজে চুপচুপে।
বেহালা বাড়ির
জামরুল গাছটাতে
কত্ত জামরুল হয়েছিল
সেবার শিলা বৃষ্টি হলো।
গুঁফো আইসক্রিম ওলা
তুহিন গাড়ি নিয়ে
নিলসাদা ডোরা গায়ে
আমি বলেছিলাম গোটা আইসক্রিম খাবো।
রেললাইনের ধারে
হজমি ওলা
লাল বেলুনে বন্দুক
আমার একটা ক্যাপ ফাটানো বন্দুক ছিল।
স্কুল ফেরতা
ফাটা ফুটবলে গাটিস
সাইকেল দোকানে পাম্প
শেষ বিকেলে কর্দমাক্ত ডুবসাঁতার।
টাটকা তাজা স্বপ্ন সব
ছেলেবেলার গল্প
বেহালাওয়ালা কবেই গেছে
দিকশুন্য পুরে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন