![]() |
দিতে চাই কীবা দেবো : শিবরাম ভূঞ্যা |
দিতে চাই কীবা দেবো
এমন ভালোবাসার দিনে ?
চাঁদ সে তো খুব দামী।
এক টুকরো জ্যোৎস্না
তবে দিতে পারি কিনে।
পারিনা তোমার জন্য
এনে দিতে অনন্ত আকাশ।
হাজার তারার ঘ্রাণ
বুকে লেগে থাক,
চোখে থাক শুধু আঁকা।
সাগরে ডুবিয়ে মন
যদি না পাই অমৃতরাশি,
তবে সে অমৃতবাণী
কানে কানে বলি,
“তোমায় ভালোবাসি।”
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন