![]() |
মনের শক্তিই হলো শ্রেয় : কিরণ মাহমুদ মান্না |
এই পৃথিবীটা বড়ই বৈচিত্রময়
কেউ কারো ভালো চায় না,
যেই তুমি উপরে উঠতে যাবে
টেনে নামাতে দ্বিধা করে না।
নিন্দুকের কথায় থেমে যেওনা
ছুটে চলো আপন মনে,
সাফল্য তোমার হাতের নাগালে
বিশ্বাস রেখো মনে প্রাণে।
এটা হবে নাকো তোমায় দিয়ে
যদি একবার ভেবে দেখো,
তবে তোমার যে হার নিশ্চিত
সেই কথাটা মাথায় রেখো।
অন্যেরা সবাই পারে যদি তবে
তুমি কেন তা পারবে না?
মানুষই যে একমাত্র শ্রেষ্ঠ জীব
অসাধ্যের তো কিছু না।
সবুরের ফল বড় মিষ্টো বটে
শক্ত করো ধৈর্য্যের খুঁটি ,
ঠেকবে যেখানে শিখবে সেখানে
এতে লজ্জার আছে বা'কি?
যেথায় মুশকিল সেথায় আসান
মনের শক্তিই হলো শ্রেয়,
কোন কিছু করার আগে তাই
সৃষ্টিকর্তাকে স্মরণে রাখিও।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন