![]() |
আমার হাতে সেই : ছবি ধর |
আমার হাতে সেই নিমকাঠের বেহালা
আর পায়ে মাজুলীর বানজারা খাড়ুর ঝনঝন ঝন
এলো চুলে বন ময়ূরের পালক।
আমি সাহারার বুকে হাঁটছি
ঝলসানো পায়ে যুগ ধরে ----
গর্ভদলীল হাতে একটুকরো পয়ন্তির খোঁজে।
মেঘের কাছে বৃষ্টি চেয়ে প্রত্যাহত হয়েছি
মাটি খুঁড়ে জমজম কূয়োর সন্ধান করছি আজও
এক বিন্দু মিষ্টি জলের আশায়।
তোমাদের দেশে তো মেঘ না চাইতেই জল
"আল্লা মেঘ দে পানি দে " বলতে বলতে
গলা চিরে গেছে আমার।
আজন্ম আমার কোনো সাক্ষাৎকার নেই।
তথ্যচিত্র নেই কবরের মাটি ভেদ করে
গজিয়ে ওঠা গাছেদের।
তোমাদের কথা সংবাদপত্রে খবর হয়।
তোমরা উল্লাসে মতো।
ভাতের গন্ধ কিনি আমি তাজা ফুলের গন্ধ বেঁচে।
আমার বর্তমান মন খারাপের অতীত ঘাঁটে।
এই পৃথিবী তো আমারও জন্মভূমি !
আমার অভিযোগগুলো বড়ো অভিমানী।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন