![]() |
জীবনচক্র : কিশলয় গুপ্ত |
গোটা দিন থেকে ঝরে যায় অমূল্য কাল
কালের হিসাবে খসে পড়ে নক্ষত্র
নক্ষত্র এখন আকাশের অভিনন্দিত রাজা
রাজার ঘরে যে ধন আছে,আমার ঘরে নেই
নেই সুরে সালতামামী চলেছে বহুদিন
দিন ফিরে আসে পুনরায় নতুন স্বভাবে
স্বভাবের কারন হেতু তোমাকে চাই আমি
আমি'র উচাটন মন্ত্রে দিক্ষীত গোলক
গোলকের ক্ষুরধার দৃষ্টির নীচে গান
গানের ভাঁজে ভাঁজে হাজার কষ্ট লুকিয়ে বিষ
বিষাক্রান্ত হৃৎপিন্ডে কুঁকড়ে আছে গোটাদিন
গোটা দিন থেকে ঝরে যায় অমূল্য কাল
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন