বাঁচার জন্য : রতন বসাক

বাঁচার জন্য : রতন বসাক
বাঁচার জন্য : রতন বসাক 

বৃক্ষ বাঁচায় ধরায় জীবন 
কিছুই নাতো নিয়ে,
সবার জন্য করেই যাচ্ছে
পুরো জীবন দিয়ে ।

ফসল থেকে জিনিসপত্র
সবই দিচ্ছে ভরে,
বৃষ্টি আনে সবুজ করছে
মাটি রাখে ধরে ।

সেই বৃক্ষকে আমরা কাটি
আপন স্বার্থের জন্য,
ভাবি নাতো কভু আমরা
করছে বৃক্ষ ধন্য ।

আর কেটোনা বৃক্ষ কোন
বিনা কোন কারণ,
কাটার আগে লাগাও বৃক্ষ
বচন রেখো স্মরণ ।

বৃক্ষ যদি শেষ হয়ে যায়
ধরার থেকে এখন,
জেনে রেখো ভালো করে
মৃত্যু নিশ্চিত তখন ।
Share on Google Plus

About Shraboni Parbat

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.