![]() |
পাখি : রতন বসাক |
ভোরের থেকে গগন জুড়ে
উড়ছে পাখির দল,
সবুজ কচি ঘাসের ডগায়
শিশির ভেজা জল।
সকালবেলা কূজন শুনে
ভাঙে রাতের ঘুম,
বনের মধ্যে চলতে থাকে
পাখি নাচের ধুম।
উড়ে বসে এডাল ওডাল
যেদিক মনে চায়,
আবার কভু ডানা মেলে
ভেসে চলে যায়।
কিচিরমিচির করতে থাকে
সূর্য ওঠার পর,
পাখির খেলা দেখার জন্য
বসে থাকি ঘর।
চঁড়ুই টিয়া দোয়েল ময়না
উড়ে আসে কাক,
নানান সুরে হরেক শব্দে
শুনতে থাকি ডাক।
সময় কাটে ওদের দেখে
সকাল থেকে রোজ,
কেউ ভেবোনা ধরার জন্য
ওরা কোনো বোঝ।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন