![]() |
চল হারিয়ে : সুদীপ সিনহা |
চল হারিয়ে গাঁ ছাড়িয়ে,সুদূর তেপান্তরে,
রইব না আর ,অন্ধ খাঁচায়,বদ্ধ কূপের ঘরে।
চল হারিয়ে,লাল মাটি পথ,নীল পাহাড়ের দেশে,
ঠিক যেখানে,পাহাড় ফেটে,ঝরনা স্রোতে মেশে।
ঠিক যেখানে,হাজার পাখি,মজার কলতানে,
বাঁধ ভাঙা সুর,ধরায় নেশা,হাজার ঐকতানে।
হারাই চল, সব চেনা মুখ,পালাই অচিন দেশে,
ছায়ার পথে,মায়ার পথে,মেঘের পথে এসে।
হারাই ,তারায় ভরা রাতে, মত্ত জোছনায়,
হাসি খেলি,নরম পেঁজা,মেঘের বিছানায়।
পালাই দূরে,কালকেতু তে, সপ্ত ঋষির দলে,
শুকতারা আর স্বাতীর সাথে না হলে মঙ্গলে।
আকাশ গঙ্গা ছাড়িয়ে খানিক,মহাবিশ্বের শেষে,
দেখব না হয়,এই কারবার,সামলাচ্ছে,কে সে।
সূর্য্য সোনার আগুন কেন,কোন গ্রহদের ফেরে,
ধূমকেতু তোর,ধুম কেন ভাই,কিসের অহংকারে।
হারিয়ে গিয়ে ফিরব আবার,মায়ের কোলে সাঁঝে,
দেরি হলেই মায়ের বুকে,ভীষন ব্যাথা বাজে।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন