![]() |
অন্য বসন্ত : ননী গোপাল মিশ্র |
পাশাপাশি কয়েকটি শব্দ, জটিল সম্পর্কের রসহীন সাহচর্য। ঝাউবনে আগুন----
কয়েকটি ভুল অপ শব্দের আকস্মিক মৃত্যু।
সংকীর্ণ সাঁকো এতকিছু সইবে এবেলা?
ঝরে পড়ে ক্রমাগত----
একটি একটি করে কবিতার মতো সব হলুদ পাতা।
হিমেল হাওয়ায়.....
তবুও নীল শাড়ি ওড়ে আকাশে বিচিত্র ভাবনার টুকরো টুকরো মেঘ হয়ে।
আন্তরিকতার বড়ো বেশি অভাব,
অগুণতি ঝরে পড়ার ভিড়ে
কেউ হিসেব রাখেনি একটি বনফুলের
সরল কথা।
নবাগত মুকুলের প্রতিক্ষায়
মাটির অনেক গভীরে শিকড়....
মূল রোম, মূল ত্রান----
রসের উৎ স্রোত।
ক্রোমোজোমের গোপন বিভাজন---ডি.এন.এ আর.এন.এ.
স্বপ্ন পূরণের অলিখিত চুক্তি।
ভাঙ্গা জানালায় চাঁদের আলোয় উদ্ভাসিত
ঝরা পাতাও হাসে অবিরত....
এ বুঝি অন্য বসন্ত,
সংগোপনে ইতিহাস কয় অন্যকথা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন