![]() |
শেষ অধ্যায় : প্রিয়াঙ্কা অধিকারী |
আওয়াজ টা বুকে এসে বাঁধছিল।
সীমান্তে সীমান্তে রক্ষীর দল
দিগন্ত জুড়ে ধোঁয়ার আস্তরন।
আবরণ সরানোর ঘনঘটা।
একটা আকাশ বাতাসে মুখরিত জীবন।
নিদারুণ হতাশা।
ছোট্ট একটা তারের বেড়াজাল।
ভুলিয়ে দেয় মনুষত্ব।
বেদনা- বিষাদ মুখরিত
ভুলতে চাওয়া কঠোরতা।
রক্ত ঝড়ানো দিনগুলো।।
শহীদ বেদীর তপ্ত ইতিহাস
জড়ানো কাফেনে গোলাপের পাপড়ি।
হারানো প্রেমিকার
শেষ অধ্যায়।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন