![]() |
ভাবতে বসা : বিষ্ণু পদ মহান্তি |
দিন ক্ষন দেখে এবার বসেছি ভাবতে।
ভাবনার পাহাড় গড়ে
বিফল মনোরথ।
আকাঙ্খার নীরব নিরসনে
বয়ে যায় ফালতু সময় গুলো।
ছন্দের রনিত বিলাপ ,
কাঠ ঠোকরার ঠুকে ঠোট ফুলানো একাজ হয়ে যায়।
তবুও ভাবতে বসা।
সীমান্ত রেখা পেরিয়ে
কলম্বাসের নৌ যাত্রা।
ভাবতে ভাবতে পাখিটাও উড়ে গেলো।
হারিয়ে গেল আকাশের নীলে।
সেও কি ফিরে আসবেনা আর।
যেমন বহু অপেক্ষায় ফেলে রেখে চলে যায় যোদ্ধা।
ফিরে আসে না আর।
ভাবতে ভাবতে তোমার সংসারে এক বার উঁকি মারি।
সবই তো আছে ঠিক;
তবু কাঁদছে কেনো মেয়েটা?
ওর নাকি কানের দুল হারিয়ে গেছে।
ওই দুলে লেখা ছিল প্রেমিকের নাম।
সমাজটা নাকি গেল গেল রব করছে।
সমাজ তো নষ্ট হবেই
যদি তুমি ভাবতে অভ্যেস না করো।
বইয়ের যত্ন না নিলে বই তো পোকায় খাবেই।
যদি ভাবতে না শেখ
ভাবনাটাও একদিন ঘুন ধরে যাবে।
1 Comments:
Khub valo
একটি মন্তব্য পোস্ট করুন