![]() |
প্রার্থনা : বিপ্লব গোস্বামী |
বৃদ্ধা ও তর্জনীতে আশীর্বাদ দিয়া
মনেতে দাও মাগো ছন্দ যোগাইয়া।
যোগাইয়া দাও মাগো শব্দের ভাণ্ডার
পদ্য লিখার উপমা আর ছন্দের বাহার।
পিতা মাতার আশিষ আর ভালোবাসা
তব কৃপায় সফল হোক মনের যত আশা।
শ্বেত কমলের পাপড়ী মাগো ফললি যদি শিরে
জীবন রঙিন করো চরণ আবিরে।
উজ্বল করো মাগো জীবন প্রদীপ শিখা
মরলেও যেন মুছে না কবিত্বের টিকা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন