![]() |
পাঠশালার ছাত্র মোরা : বিপ্লব গোস্বামী |
পাঠশালার ছাত্র মোরা সব ভাই ভাই
এক সাথে পড়ি কোন ভেদাভেদ নাই।
এক সাথে পড়ি আর এক সাথে খেলি
এক সাথে থাকি আর এক সাথে চলি।
গুরু মশাইর কোন কথা করি না হেলা
হেসে খেলে এক সাথে সুখে কাটে বেলা।
গুরু মশাইর কথা শুনি মনোযোগ দিয়া
নিত্য পড়া নিত্য শিখি করি না হেলা।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন