![]() |
বড়দিনের লেখা : নৃপেন্দ্রনাথ মহন্ত |
দেশ দুভাগ স্বাধীনতার কোপে
তাই জন্মভূমি হয়ে গেছে পর
এই ভূমিতে তাঁবুর ঘরে বড়
শ্রমে ও প্রেমে গড়ে তুলেছে ঘর।
ঝড় সামলায় শক্ত খুঁটি দিয়ে
ঘর বেঁধে কুলিক নদীর পাড়ে
রাজনীতির জটিল-কুটিল ঝড়ে
থরহরি কাঁপিয়ে দিল তারে।
তাঁবুর ঘরে বাসা ছিল যখন
লোকে বলতো,ওই যে বাস্তুহারা
ধর্মের কল নির্বাচনেও নড়ে
আজ বিদেশি দলিলহীন যারা।
কেউ নাকি বলছে পিটিয়ে ঢ্যাঁড়া
এই দেশ সেলিম শেখের নয়
তবু ওরা চেঁচিয়ে ফাটায় গলা :
জয় ধর্মের, জয় শ্রীরামের জয়।
এই দেশ নাকি ভগবানের দেশ
তবে ধর্মনিয়ে কেন এত দ্বেষ?
ঈশ্বর যদি মানুষ গড়ে থাকে
ধর্মশেয়াল বিভেদ কেন হাঁকে?
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন