![]() |
চাঁদ ও আমি : শিবরাম ভূঞ্যা |
তোমরা কেউ ভালোবেসেছ?
আকাশের ওই চাঁদকে দেখ!
এতোবড়ো আকাশে কেমন একা,
যেন কতকাল ধরে
কার জন্য করছে প্রতীক্ষা।
অথচ একটু ও নেই চঞ্চলতা
কত শান্ত কত স্নিগ্ধ,
চরিদিকে কী আশ্চর্য নিস্তব্ধতা,
এতো আলো অথচ নেই একটুও উষ্ণতা ।
চাঁদের ভালোবাসা অনেক গভীর ।
ওর ভালোবাসার টানে
ছোটো বড়ো কত মেঘ উড়ে আসে
আর ছুঁয়ে ছুঁয়ে যায় ।
চাঁদ কি কথা বলে ওদের কানে কানে
ওরা পাগল হয়ে আকাশের এ প্রান্ত হতে
ওপ্রান্ত উড়ে যায়
আর প্রেম বিলোয়...
আকাশের তারাগুলো থাকে অনেক দূরে,
ওরাও চাঁদের ভালোবাসা পেল চুপিসারে?
ওরা কি হাসছে না কি চোখ ছলছল
না কি আমার মতোই হয়েছে উতল।
কোত্থেকে উড়ে এল বলাকার দল
ওরাও কি প্রেম চায় ?
পেয়েছে বুঝি
উড়ে চলে যায়...
স্বপনে
চাঁদকে বুকে করে নিয়ে শুয়ে আছে জল,
মনে সংশয় এই বুঝি মেঘ এসে ঢেকে দেয়
তাই চোখ ছলছল।
দুষ্টু বাতাস এসে উঁকি মারে
আর সুড়সুড়ি দিয়ে জলকে জাগিয়ে তোলে,
বলে, “কার স্বপ্ন দেখছো গো তুমি ঘুমের ঘোরে”।
জেগে উঠে জল লজ্জা পায় আর কাঁপে ভয়ে ভয়ে
এই বুঝি জানাজানি হয়ে যায় লোকালয়ে ।
আমিও আশায় থাকি
চাঁদ বুঝি আমায় ভালোবাসা দেবে ,
তাই চেয়ে থাকি চাঁদপানে ।
তখন কে যেন এসে বলে আমার কানেকানে,
“তুমি তাকিয়ে দেখো তোমার হৃদয় আকাশে
তোমার কত কাছে নেমে এসেছে চাঁদ,
যার স্বপ্নে তুমি মগ্ন থাকতে দিনরাত”।
সহসা ঘুম ভেঙ্গে গেল।
মনের দরজা খুলে দেখি
আজ চাঁদ আমার এতো কাছে ,
তবু আকাশের চাঁদ ধরবার তরে
ছুটে চলেছি তার পিছে পিছে।।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন