![]() |
নীরবতার শুভ হোক : সন্দীপ কুমার ঝা |
মুখের আড়ালে জমে উঠছে কথা
কথা দিয়েই তো তৈরি হয় মুখ। মুখের ছায়া দিয়েই,গৃহস্থালি। মায়া।
এত মুখ, জীবনভর মুখোমুখি, তবুও কিছুই বলা হল না। কথার পিঠ, অথবা ওপিঠে।
কারনের অকারনে-বেজে ওঠা ঝনঝন
তবুও কত রয়ে গেল বাকি..
থাক!
সব কথা শুনতে নেই, কানের নরক জন্ম হয়!
বরং এ শীতলতায় শব্দ ঘুমাক, নীরবতার যত্মে।
আর কথা নয়, এখন বরং তোমার মুখের বুননে,
অবশিষ্ট মুগ্ধতাটুকু দেখি। তুমিও মেপে নাও, আমার শোনার ভানটুকু।
এজন্মে আর
আস্ত মানুষের সাথে দেখা হল না।
মুখের উপরে মুখ।
মুখের সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছি খণ্ড-টুকরো,
চুপ মানুষ, শব্দহীন কিনারে।
থাক তবে,
এভাবে, মুখর নীরবতা বেঁচে থাক।
তাদের শুভ হোক!
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন