![]() |
সিদ্ধার্থ সিংহের : এক ডজন অণুকবিতা |
১
কেউ শান্তি পায় বুদ্ধে
কারও বা শান্তি যুদ্ধে।
২
মেয়েদের বড় অস্ত্র কান্না
দেখেও টলেনি মন কার না!
৩
যে যত উজ্জ্বল ছটায়-ছটায়
নিজের পতন সে নিজেই ঘটায়।
৪
স্বামী বিদেশে হয়েছে ছেলে
সবটাই নাকি ফ্যাক্সে ই-মেল-এ।
৫
মাথা যদি নোয়াতেই হয়
কখনও নুড়ির কাছে নয়।
৬
সাপুরিয়া ধরলে সাপ ফোঁস নেই
প্রেমে যদি মিথ্যে বলো দোষ নেই।
৭
তখন রাম ছিল এবং রাবণ
এখন সারা বছরই শ্রাবণ।
৮
বিশ্বাস করো, কেউ করেনি আদর
জানি না, কী করে হল আলুথালু চাদর।
৯
লোক ভেদে হয়ে যায় একই মানব
কারও কাছে ঈশ্বর, কারও কাছে দানব।
১০
সত্যি কথা বললে লোকে চটে
মিথ্যে কথা বললে লোকে পটে।
১১
গভীর রাত কাটলে তবেই প্রভাত
অনেক দেখার পর তবেই প্রবাদ।
১২
একুশ পর্যন্তই মেয়েরা সভ্যভব্য
চল্লিশ পেরোলেই ভীষণ সহজলভ্য।
0 Comments:
একটি মন্তব্য পোস্ট করুন